Sunday, June 28, 2015

PTV Sports -2



1 comment:

Anonymous said...

রাজশাহীর শামসু
কাকা এবারও বিয়ে
করতা পারলেন না।
কারণ তিনি পণ
করেছিলেন
আর্জেন্টিনা কাপ
পেলে বিয়ে করবেন।
বরিশালের ইকবাল
মামা এবারও রঙিন
টিভি কিনতে পারলেন
না। কারণ তিনি
সাদাকালো টিভিতে
আরেকটি কাপ দেখতে
চেয়েছিলেন।
নোয়াখালির হরি কাকা
হার্ট এ্যাটাক করেছে
দীর্ঘ পঁচিশ বছরের
যন্ত্রণা ভুলতে না
পারায়।
বান্দরবানের শুক্কুর
কাকা তার স্ত্রীকে
তালাক দিয়েছে। কারণ
তার স্ত্রী তাকে
বলেছিলো
আর্জেন্টিনা যেবার
কাপ পাবে সেদিন থেকে
সে আদর সোহাগ শুরু
করবে।
সোর্সঃ হরিপিডিয়া