Saturday, December 3, 2016

ভুল সবই ভুল - কুমার শানু

ভুল সবই ভুল -  কুমার শানু 
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল
যা কিছু পেয়েছি আমি তা আমার নয়
চিঠি যেন এসে গেছে ভুল ঠিকানায়
খুঁজে পাওয়া যাবে না তো হারালো যে কূল
ভুল সবই ভুল
জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল
ভুল সবই ভুল
পাবে না তো খুঁজে কেউ আমার খবর
মনের অনেক নিচে দিয়েছি কবর
যদি কেউ আসে তবে বোলো আমি নেই
চোখে জল আসবে মনে পড়লেই
ফুটেছে আমার বুকে ব্যথার বকুল

ভুল সবই ভুল.

জীবনের নাম যদি রাখা হয় ভুল
স্মৃতির নাম তবে বেদনার ফুল

ভুল সবই ভুল

ইউটিউব লিংক:


Friday, December 2, 2016

I am GPA 5

This is a difficult problem in our society. this is the problem of my country. When most of the student get GPA 5 then they don't answer a simply general knowledgeable question. Shyness for our nation. Shyness for our education management. 
you are requested to view the great video with our meritorious  student who get GPA 5.





প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে - রুনা লায়লা

প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে

শিল্পীঃ রুনা লায়লা
সুরকারঃ দেবু ভট্টাচার্য
গীতিকারঃ মোহাম্মদ মনিরুজ্জামান




প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে 
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, 
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। 

নদীর ধারায় পাখির গানে, 
নতুন স্বপ্নের ছবি আনে। 
প্রতিপ্রাণে প্রেরণার শিহর লাগে। 

প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে 
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, 
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। 

ফসল শোভায় আলোর দিশা 
নতুন ছন্দে দিলো দিশা, 
প্রতি মনে চেতনার জোয়ার জাগে। 

প্রতিদিন তোমায় দেখি সূর্যরাগে 
প্রতিদিন তোমার কথা হৃদয়ে জাগে, 
ও আমার দেশ, ও আমার বাংলাদেশ। 


গানটি দেখুনঃ